কলেজ পরিচিতি

ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহরে বিৃটিশ আমলে বেশকিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। ১৯০৭ সালে স্থানীয় জমিদারগণের উদ্যোগে জমিদার কন্যা বিমলা সুন্দরী পাঠশালা  নামে এ শিক্ষালয়টি প্রতিষ্ঠা পায়।পরবর্তীতে রক্ষণশীল হিন্দু সমাজ বিমলা সুন্দরী মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় ও পরে বিমলা সুন্দরীর নাম বাদ দিয়ে মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করে।ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন ৩ নং রাম বাবু রোডে ৬২.০৭ একর জমির উপর অবস্থিত প্রতিষ্ঠানটি বিমলা সুন্দরীর ১৬.৯০ একর জমি দান সূত্রে প্রাপ্ত বাকী ৪৫.১৭ একর জমি দলিল মূল্যে ক্রয়কৃত।

  দেশ ও জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নারী সমাজকে দক্ষ যোগ্য মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মহান লক্ষ্য নিয়ে তৎকালীন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ,পরবর্তীতে অধ্যক্ষ পদে দায়িত্বপ্রাপ্ত জনাব মোঃ জিয়া উদ্দিন শাকিরের প্রস্তাব,উদ্যোগ ও ঐকান্তিক নিরলস প্রচেষ্টায় ১৯৯৫ সালে কলেজ ও ২০০২ সালে এসএসসি (ভোক)ও এইচএসসি (বি.এম)শাখা প্রতিষ্ঠা লাভ করে।বর্তমানে প্রতিষ্ঠানটি মহাকালী গার্লস স্কুল ও কলেজ তথা M K. Girl’s School & College  নামে সুপ্রতিষ্ঠিত।